• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে মুখ খুললেন ওয়াসিম–ওয়াকার–শোয়েব

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ৩:১৫

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে মুখ খুললেন ওয়াসিম–ওয়াকার–শোয়েব

অনলাইন ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার পর এখন গোটা পাকিস্তান উত্তাল। ইমরানকে আট দিনের রিমান্ডে নেওয়ার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকদের সঙ্গে বিভিন্ন শহরে সংঘর্ষ চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৫, তবে পিটিআইয়ের দাবি, এ সংঘর্ষে এখন পর্যন্ত তাদের ৪৭ কর্মী প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে লাহোর, ইসলামাবাদের মতো বড় শহরগুলোতে সেনা মোতায়েন হয়েছে। মোটকথা, সাম্প্রতিক অতীতে পাকিস্তান এত বড় রাজনৈতিক সংকটে পড়েনি বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

ইমরানের রাজনীতিক পরিচয় আড়াল করে দিয়েছে তাঁর কিংবদন্তি ক্রিকেটারের পরিচয়। পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী অধিনায়ক বলা হয় তাঁকে। অন্যতম সেরা ক্রিকেটারও। দেশের হয়ে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেই ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। জনপ্রিয় ক্রিকেটার থেকে মায়ের নামে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা, এরপর তাঁর রাজনীতিক হয়ে ওঠা। রাজনীতিবিদ হিসেবে সিকি শতকের লড়াই-সংগ্রামের পর ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে ওঠা ইমরান খানের জীবন অনেকক্ষেত্রেই রূপকথার মতোই।

আরও পড়ুনঃ  জাকেরের ক্যাচ ছেড়ে রোহিতের রেকর্ড, অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া

ইমরান পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের তাঁর সাবেক সতীর্থরাও। ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস। প্রতিবাদ জানিয়েছেন শোয়েব আখতার ও মোহাম্মদ হাফিজ। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস—দুজনই আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরুতে ইমরান খানের নেতৃত্বে খেলেছেন পাকিস্তান দলে।

১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলে ইমরান খানের অন্যতম বড় ‘অস্ত্র’ ছিলেন ওয়াসিম আকরাম। ক্রিকেটের সর্বকালের সেরা এই বাঁহাতি ফাস্ট বোলার ইমরান খানের নেতৃত্বেই ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত খেলেছেন ইমরানের অধীনেই। ওয়াসিম আকরাম টুইট করে ইমরানের প্রতি জানিয়েছেন নিজের সমর্থন, ‘ইমরান, আপনি হয়তো একজন ব্যক্তি, কিন্তু আপনি পাকিস্তানের লাখ লাখ মানুষের কণ্ঠস্বর। মানসিকভাবে শক্ত থাকুন অধিনায়ক।’ ওয়াকার ইউনিসও টুইট করেছেন, ‘অধিনায়ক, আপনার পেছনেই আছি। অবিচার কিন্তু দিনের শেষে মুক্তিরই জন্ম দেয়। আসুন, আমরা আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি।’

আরও পড়ুনঃ  ৮ বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফির অজানা টুকিটাকি গল্প

ওয়াসিম-ওয়াকারদের মতো সরাসরি ইমরান খানের অধীন খেলেননি শোয়েব আখতার। ইমরান অবসর নেওয়ার পাঁচ বছর পর পাকিস্তান ক্রিকেট দলে আবির্ভাব শোয়েবের। সাবেক এই ফাস্ট বোলার টুইটারে ইমরান খানের গ্রেপ্তার হওয়াকে পাকিস্তানের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা বলছেন। শোয়েবের মতে, দেশের প্রতি ইমরান খানের যে অবদান, তাতে তাঁর প্রতি আচরণ হওয়া উচিত ছিল আরও সম্মানজনক, ‘তাঁর অসুস্থতা ও দেশের প্রতি অবদানকে বিবেচনায় নিলে আমাদের জাতীয় বীর ইমরান খানের নিগৃহীত হতে দেখাটা অত্যন্ত হৃদয়বিদারক। দেশ হিসেবে আমরা কোথায় যাচ্ছি? দয়া করে আমাদের জাতীয় বীরের প্রতি একটু সম্মান ও শ্রদ্ধা দেখান।’

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

মোহাম্মদ হাফিজ টুইটারে ইসলামাবাদে ইমরানের গ্রেপ্তার হওয়ার দৃশ্যের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘খুব কষ্ট পাওয়া ও নিন্দা জানানোর মতো কাজ…।’ গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের জিও নিউজ জানায়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান তাঁর নামে করা কয়েকটি মামলায় জামিন নিতে আজ আদালতে হাজির হয়েছিলেন। তিনি এখন ইসলামাবাদ পুলিশের হেফাজতে আছেন। চলছে তাঁর রিমান্ড।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675