• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিয়ামতপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৪১

নিয়ামতপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদল নেতা অনিক মাহমুদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। অনিকের বাবা বাদী হয়ে গতকাল সোমবার নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন। অনিক মাহমুদ উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর নিচপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

মামলায় উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর এলাকার একরামুল, শমসের আলী, মাজেদুল, তোতা, মোকলেছার, আনিছার, আতাউর, নাহিদ, নজরুল ও কয়াস এলাকার হারুনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন কয়েকটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রদল নেতা উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় এজাহারভুক্ত আসামীরা ফেসবুক পোস্টের ওপর বিশ্বাস থেকে ওই নেতার ওপর চড়াও হয়। আসামিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সমর্থক।

আরও পড়ুনঃ  পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কিমি টেনে নিয়ে গেলেন চালক

অনিক মাহমুদ পাশ্ববর্তী আশেকপুর গ্রাম থেকে ইসলামি জালসা থেকে ফেরার পথে নিজ গ্রামের পোঁছার আগেই আসামিরা হাতুড়ি, লোহার রড ও বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেললে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুনঃ  গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

অনিক মাহমুদের বাবা আব্দুস ছাত্তার বলেন, আমার ছেলে সাবেক এমপি ডা. ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় আসামিরা নির্যাতন করেছে। আমি ছেলের ওপর নির্যাতনের সঠিক বিচার চাই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অনিক মাহমুদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675