অনলাইন ডেস্ক : স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা-এর নেতৃত্বে ১৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা’র সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন
এসময় স্পেনের ভিজিটিং প্রফেসর মারিয়া আম্পারো পোর্টা রিভাস উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাবি এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ক যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ঢাবি ও স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেন তারা।-বাসস