• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উপশহর নিউমার্কেট নির্মানের পর থেকে হয়নি সংস্কার

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২১

উপশহর নিউমার্কেট নির্মানের পর থেকে হয়নি সংস্কার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর উপশহর নিউমার্কেট প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি। মার্কেটের বিভিন্ন দোকানে ফাটল ধরেছে। ছাদের পলেস্তের খসে কোথাও কোথাও বেরিয়ে পড়েছে রড। ভবনটি দীর্ঘদিন ধরে সংঙ্কারবিহীন থাকায় বেড়েছে দুর্ঘটনার শঙ্কা। ব্যবসায়ীরা বলছেন, শীঘ্রই যদি এই দোকানগুলো সংস্কার না করা হয় তাহলে ভবন ভেঙে পড়ে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই তারা অতি দ্রুত সংশ্লিষ্ট গৃহায়ন কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত এই মার্কেটটি সংস্কারের দাবি তুলেছেন। তা না হলে তারা আন্দোলনে বা আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন।
রাজশাহী উপশহর নিউমার্কেট মালিক সমিতির সভাপতি এস এম এ হুরায়রা জানান, উপশহর নিউমার্কেটে ১৯৬৭ থেকে ৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর ইতিমধ্যে দীর্ঘদিন পেরিয়ে গেছে। প্রতিষ্ঠাকাল থেকে এখানে ৩৬টি দোকান ঘর রয়েছে। এই দোকান ঘরগুলো ১০০ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। লিজ দেয়ার গৃহায়ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে চুক্তি করেন, এই মার্কেট কোনভাবে ভাঙ্গা বা সংস্কার করার সুযোগ তাদের নেই। সংস্কারের কোন প্রয়োজন হয় তাহলে গৃহায়ন কর্তৃপক্ষ করবে। এ কারণে ব্যবসায়ীরা একটি সংস্কার করতে পারছেন না। সংখ্যা মাথায় নিয়ে দোকানে বসছেন তারা। মার্কেটটির অবস্থা খারাপ হওয়ায় দোকানগুলোতে ক্রেতাও কমে গেছে অনেক। দুর্ঘটনার ভয়ে অনেক ক্রেতা সেই মার্কেটে ঢোকেন না । ক্রেতা কম থাকায় ব্যবসায়ীরাও লোকসানের মধ্যে পড়ছেন।
এতো বছরের মধ্যে দোকান ঘরগুলো একবারও সংস্কার করার উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট গৃহায়ন কর্তৃপক্ষ। মার্কেটটি সংস্কারের জন্য বিগত ১৫ থেকে ২০ বছরের মধ্যে ৮ থেকে ১০ বার আবেদন করা হয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে। কোন কিছুই আমলে নেয়া হয়নি। কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবে রূপ নেয়নি।
মালিক সমিতির সভাপতি আরো জানান, রাজশাহী আঞ্চলিক অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তারা বলেন, হেড অফিস ছাড়া তারা কিছু করতে পারবেন না। আপনারা সংস্কারের আবেদন করেন। আমাদের কাছে জানতে চাইলে আমরা সংস্কার করা লাগবে তার ব্যবস্থা করব। কিন্তু তা করা হয়নি। আশ্বাসেই কেটে গেছে বছরের পর বছর।
তিনি আরো বলেন, মার্কেটের একমাত্র টয়লেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বছরের পর বছর। তারপরও কোন ব্যবস্থা হচ্ছে না। এই মার্কেটের ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ই সমস্যার মধ্যে পড়েন। ব্যবসায়ীরা দ্রুতই মার্কেটটি সংস্কারের দাবি জানাচ্ছে।
এদিকে, মঙ্গলবার সকালে উপশহর নিউমার্কেটটি ঘুরে দেখা যায়, চারিদিকের পলেস্তারা খসে পড়তে শুরু করেছে। কিছু কিছু দোকানে বালি সিমেন্ট ভেদ করে রড বেরিয়ে এসেছে। একমাত্র টয়লেট পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। জীর্ণশীর্ণ অযত্ন অবহেলায় পড়ে থাকা একটি মার্কেট। সেভাবে ক্রেতার উপস্থিতি ও নেই।
মার্কেটে বাজার করতে আসা কয়েকজন ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, চেষ্টা করি দোকানের কাছাকাছি না যাওয়া। যেকোনো সময় ভেঙ্গে পড়ে একটা দুর্ঘটনার মধ্যে পড়তে হতে পারে। তাই ভয়ে ভয়ে কম আসা হয়। একটি সংস্কার হলে ক্রেতা এবং ব্যবসায়ী উভয়ের সুবিধা হবে।
রাজশাহী উপশহর নিউমার্কেট দোকান মালিক সমিতির সেক্রেটারি ইমদাদুল হক রোকন বলেন, গৃহায়ন কর্তৃপক্ষ আমাদের কাছে মার্কেটটি লিজ দিয়েছে। এই মার্কেট তারা সংস্কার করে দিবে এটা তাদের দায়িত্ব। যে কোয়ার্টারগুলো ভাড়া দিয়ে থাকে সেগুলো তো প্রায় সময়ই সংস্কার করা হয়। তাহলে আমাদেরগুলো কেন করা হবে না। অল্প সময়ের মধ্যেই মার্কেটটির সংস্কার দাবি করছি।
এ বিষয়ে রাজশাহী গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

পথশিশুর পুষ্টি এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675