• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:১৩

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত। বুধবার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে দিন ব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ৫৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালর্য়ে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিটি ইভেন্টে তিনজন করে বিজয়ী করা হয়। বিজয়ীদের মাঝে একটি করে সদনপত্র ও পুরস্কার প্রদান করা হয় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার, মামুনুর রশিদ, আব্দুল ওয়াহাব, সাইদুর রহমান, আমজাদ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সহকারি উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বুবলীর নতুন অধ্যায় শুরু
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:৫৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675