হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদস্য উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সাহানুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজনু মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পাবনার চীফ সাইন্টেফিক অফিসার ড. মোঃ আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, হাট-গাঙ্গোপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম রনি, সাধারণ সম্পাদক এনামুল হক, বাবর আলী, বিশ^নাথ সরকার প্রমুখ। অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে তিন জন করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।