• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫২

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার বিকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এ টুর্নামেন্ট আয়োজন করে। এ ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের আট জেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয় পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় সিরাজগঞ্জ সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ রায়হান বলেন, এবার অনূর্ধ্ব-১৭ ও কলেজ পর্যায়ের খেলা আমি দেখেছি, তাদের খেলার থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছোটদের খেলা আমার কাছে অনেক ভালো লেগেছে। খেলার মধ্যে তাদের ছন্দ ছিল অসাধারণ। এসময় সকলের প্রতি শুভকামনা জানিয়ে জয়ী হতে না পারা দলের খেলোয়াড়দের মন খারাপ না করতে উপদেশ দেন তিনি ।

আরও পড়ুনঃ  রমজানে পণ্যের সংকট হবে না-বিভাগীয় কমিশনার

রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ্জাহান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার । অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক এবং দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নারীর ঘরে ‘ধরা পড়ে’ বরখাস্ত হলেন পুলিশের সেই কর্মকর্তা

অনুষ্ঠান শেষে বালক-বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন দুটি দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

সর্বশেষ সংবাদ

সোমবার শেষ হচ্ছে রাবির একুশে বইমেলা
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:৫৪
বুবলীর নতুন অধ্যায় শুরু
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:৫৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675