• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাসুমার মৃত্যু সাংবাদিক সমাজে অপূরণীয় ক্ষতি : প্রেস সচিব

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৪

মাসুমার মৃত্যু সাংবাদিক সমাজে অপূরণীয় ক্ষতি : প্রেস সচিব

অনলাইন ডেস্ক : এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা আক্তারের মৃত্যুকে সাংবাদিকদের জন্য বড় ক্ষতি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সাংবাদিক মাসুমা ইসলামের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মাসুমা ইসলামের পরিবার এবং রাজশাহীতে অবস্থিত এখন টিভির সংবাদদাতার প্রতি আমার সমবেদনা।’

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাসুমা ছিলেন একজন প্রতিভাবান এবং নির্ভীক সাংবাদিক যিনি এখন টিভির জন্য ভালো কিছু প্রতিবেদন তৈরি করেছেন। রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে সাংবাদিকতার মত ঝুঁকিপূর্ণ পেশা গ্রহণকারী নতুন প্রজন্মের নারী সাংবাদিকদের একজন তিনি।’

ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, মাসুমার মৃত্যু বৃহত্তর সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমি আশা করি আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করবে এবং তাদের অপরাধের জন্য বিচার করবে। তিনি বেহেশতে শান্তিতে থাকুন!

আরও পড়ুনঃ  ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

গেল ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় আত্মীয়ের বাড়িতে স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  উত্তরায় চীনা নাগরিককে হত্যা করে পালায় অপর দুই চীনা : সিসিটিভি ফুটেজ

এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও মাসুমা আক্তার ও তার স্বামী গুরুতর আহত হন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

চিকিৎসায় উন্নতি না হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (মঙ্গলবার) ভোর চারটার কিছু পরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

সর্বশেষ সংবাদ

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675