• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আদালতের এজলাসের সামনে প্রেমিকার বিষপান

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৮

আদালতের এজলাসের সামনে প্রেমিকার বিষপান

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে কলি নামে এক নারী বিষপান করেছেন। অভিযোগ উঠেছে, ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত হেফাজত নামে একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে না করায় আদালত এলাকায় বিষপান করেন ওই নারী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিষপান করা ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী আটক

ওই নারী চট্টগ্রামের আলকরণ এক নম্বর গলি এলাকার বাসিন্দা। আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত হেফাজতের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া।

আরও পড়ুনঃ  দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে,শেওলা সুতারকান্দি টিভির অভিষেক

ঘটনার প্রত্যক্ষদর্শী সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা ঢাকা পোস্টকে বলেন, শুনেছি ওই নারীর (কলি) সঙ্গে আদালতে কর্মরত একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করা না করা নিয়ে ওই নারী সিএমএম কোর্টের এজলাসের সামনে বিষপান করেছেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এসেছি।

আরও পড়ুনঃ  মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি: তিন দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

তিনি বলেন, এখন তাকে মেডিকেলের ১৬ নম্বর ওয়ার্ডে আনা হয়েছে। তাকে ওয়াশ করানো হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675