• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক পাকিস্তান

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০১

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক পাকিস্তান

অনলাইন ডেস্ক : ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান, বর্তমান চ্যাম্পিয়নও। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল তাদের।
কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেল তারা। নিউজিল্যান্ডের কাছে হারলো বিশাল ব্যবধানে।

করাচির জাতীয় স্টেডিয়ামে আজ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে কিউইরা। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। জবাবে ২৬০ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

১৯৯৬ বিশ্বকাপের পর প্রথমবার ঘরের মাটিতে আইসিসির টুর্নামেন্ট খেলছে পাকিস্তান। তাছাড়া চেনা কন্ডিশনের সুবিধা তো আছেই। তাই প্রত্যাশার পারদ বেশ উঁচুতেই ছিল তাদের সমর্থকদের। তাদের বোলিং আক্রমণের প্রশংসা চলেছে একদিন আগেও। কিন্তু মাঠের লড়াইয়ে ভিন্ন চিত্রই দেখা গেল।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় রদবদল

কিউইদের মজবুত ভিত্তি এনে দেয় জোড়া সেঞ্চুরি। এর একটি আসে ওপেনার উইল ইয়াংয়ের ব্যাট থেকে। ১১৩ বলে ১০৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। যেটি ১২ চার ও ১টি ছক্কায় সাজানো। দ্বিতীয় সেঞ্চুরিটি টম ল্যাথামের। ১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তাদের ১১৮ রানের জুটিই নিউজিল্যান্ড ইনিংসের মূল ভিত্তি। শেষদিকে গ্লেন ফিলিপসের ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসটি দলটিকে রানের পাহাড়ে পৌঁছে দেয়।

জবাবে কিউইদের দাপুটে বোলিংয়ের সামনে শুরুটা নড়বড়ে হয় পাকিস্তানের। দলীয় ২২ রানের মধ্যে ওপেনার সৌদ শাকিল ও তিনে নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বিদায় নিলে চাপ বাড়তে থাকে। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন বাবর আজম। কিন্তু রান তুলতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। ফখর জামানও (৪১ বলে ২৪ রান) পারেননি ধাক্কা সামাল দিতে।

আরও পড়ুনঃ  মহিলাদের আইপিএলে প্রথম জয় হরমনপ্রীতদের

এরপর বাবরের চাপ কিছুটা হালকা করেছিলেন সালমান আঘা। তার ২৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসে আশা দেখছিল পাকিস্তান। কিন্তু সেটিও দীর্ঘায়িত হয়নি। ন্যাথান স্মিথের বলে ক্যাচ দিয়ে তিনি যখন ফেরেন তখন ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পরের ওভারে তাহিরকে (১) ফেরান মিচেল স্যান্টনার।

১২৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান আর জয়ের পথে ফিরতে পারেনি। ৯০ বলে ৬৪ রান করা বাবরও ফিরেছেন স্যান্টনারের শিকার হয়ে। লোয়ার মিডল অর্ডারে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন খুশদিল শাহ। কিন্তু অন্য কেউ সঙ্গ দিতে না পারায় ৪৯ বলে তার ৬৯ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের অপেক্ষার ইতি, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ কেন আলাদা

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩২০/৫ (ইয়াং ১০৭, ল্যাথাম ১১৮, ফিলিপস ৬১; নাসিম শাহ ২/৬৩, হারিস ৮৩/২)পাকিস্তান ৪৭.২ ওভারে ২৬০/১০ (খুশদিল ৬৯, বাবর ৬৪, সালমান ৪২; উইলিয়াম ৩/৪৭, স্যান্টনার ৩/৬৬)
ফলাফল: নিউজিল্যান্ড ৬০ রানে জয়ী।
ম্যাচ সেরা: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)।

সর্বশেষ সংবাদ

পথশিশুর পুষ্টি এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675