• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির সহচর আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:১৩

সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির সহচর আটক

অনলাইন ডেস্ক : মেয়াদোত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

আটক মো. ছগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  দুর্নীতি সমূলে উৎপাটন করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সচিবালয়ে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের সময় ছগীর আহমেদকে আটক করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে সচিবালয়ে প্রবেশে সব ধরনের পাস বাতিল করেছে সরকার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার নামে ইস্যু করা পাসের মেয়াদও কত বছর শেষ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

ডিসি বিল্লাল হোসেন বলেন, তার প্রবেশ পাস ছিল মেয়াদোত্তীর্ণ। তার গাড়ির স্টিকারও ছিল মেয়াদোত্তীর্ণ। এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে আমার অফিসার তাকে গাড়িসহ আটক করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপসচিবের সঙ্গে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় : প্রধান উপদেষ্টা

এর আগেও তিনি কয়েকবার মেয়াদোত্তীর্ণ পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

ছগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানার নিশ্চিতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম তোফাজ্জল হোসেন (মৃত)। তিনি বর্তমানে মতিঝিলে থাকেন।

সর্বশেষ সংবাদ

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675