• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:২৯

ভাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার, ভাঙ্গা : অশান্ত হয়ে ওঠেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন। প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে গ্রামবাসী জড়িয়ে পড়েছে সংঘাতে। অতিষ্ট হয়ে ওঠেছে সাধারণ মানুষ। পূর্ব শত্রুতার জেরধরে বুধবার সকালে এবং বৃহস্পতিবার দুই দফায় সংঘর্ষে চারটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নারী ও পুরুষসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছেন।
তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামেরর বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের জাফর শেখের সঙ্গে একই গ্রামের সোহরাব মাতুব্বরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। সোহরাব মাতুব্বর তার অংশের জমিতে একটি ভবন নির্মানের কাজ করার সময় ভবনের কাজে জাফর শেখ বাঁধা দিলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শক্তির লড়াইয়ে মাঠে নামে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের ১৫ জন আহত হয় এবং ৪ টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
গুরুতর আহত আবু তালেব(৬০) এবং তাহমিনা আক্তার(১৮) কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আহতদের মধ্যে জাফর শেখ(৫০), সালাম শেখ(৫২), জেসমিন(২৫), জান্নাতুল(১৬) কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675