স্টাফ রিপোর্টার : বাঁশের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন করলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঋষিকুল গ্রামের আদিবাসী বাসীন্দারা। বরাবরের মত নিতান্তই অনাড়ম্বরভাবে ঋষিকুল ইউনিয়নের প্রত্যন্ত আদিবাসী পল্লীতে তারা একুশ উদযাপন করেন।
কয়েকটি বাঁশ দিয়ে শহীদ মিনার করে তাতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আদিবাসী পল্লীর মানুষেরা। ওই গ্রামের বাসিন্দারা জানান তাদের এলাকায় কোন শহীদ মিনার না থাকায় তারা প্রতিবছরের মতো এবারও বাঁশ দিয়ে শহীদ মিনার নির্মাণ করেন। এরপর সেখানেই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।