• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মিয়ানমারে জান্তার নির্বিচার বিমান হামলা, ১০ দিনে নিহত ৫৩ বেসামরিক

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:২৬

মিয়ানমারে জান্তার নির্বিচার বিমান হামলা, ১০ দিনে নিহত ৫৩ বেসামরিক

অনলাইন ডেস্ক : মিয়ানমারজুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। স্কুল, বাস্তুচ্যুত মানুষের শিবির, হাসপাতাল ও ধর্মীয় স্থানসহ বিভিন্ন স্থানে চালানো নির্বিচার এই হামলায় গত ১০ দিনে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

সংবাদমাধ্যমটি বলছে, মিয়ানমারের জান্তার বিমান হামলায় ১০ দিনে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ফাইটার জেট, ওয়াই১২ বিমান, হেলিকপ্টার এবং মোটরচালিত প্যারাগ্লাইডাররা গত ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচ্যুতি শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে ৩৫টি আক্রমণ পরিচালনা করেছে।

আরও পড়ুনঃ  কোরিয়ান তারকা কিমের মৃত্যু যেন ‘বাস্তব জীবনের স্কুইড গেম’

ম্যাগওয়ে, সাগাইং, মান্দালয় ও তানিনথারি অঞ্চল এবং রাখাইন, কাচিন, শান, মন এবং কারেনি (কায়া) প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে। তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি বুধবার রাতে নাওংকিওতে আবাসন ও একটি সরকারি হাসপাতালে বিমান হামলার কথা জানিয়েছে। উত্তরাঞ্চলীয় শান প্রদেশের এই শহরটি ওই সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে।

টিএনএলএ জানিয়েছে, বিমান হামলায় তিনজন বেসামরিক লোক নিহত এবং চারজন আহত হয়েছেন।

এর আগে এই সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিং-এ চীনা-মধ্যস্ততায় শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসে। সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক থাকার জন্য সতর্ক করেছিল কারণ সরকার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা করছে।

আরও পড়ুনঃ  গাজায় ধ্বংসস্তূপে অনবরত মিলছে লাশ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা

এছাড়া গত শনিবার জান্তা বাহিনীর হারবিন ওয়াই ১২ বিমান নাউনঘকিও শহরের একটি গ্রামে ৩৮টি বোমা ফেলেছিল বলে টিএনএলএ জানিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ-অধিকৃত রুবি শহর মোগোকে প্রায় ২০টি বোমাবর্ষণ করা হয়েছিল, এতে পাঁচজন বেসামরিক লোক নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছিলেন।

জান্তা বাহিনীর যুদ্ধবিমান গত বুধবার কাচিন প্রদেশের মোমাউক টাউনশিপের অন্তত তিনটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। এতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয় এবং অন্য পাঁচজন আহত হন বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ইইউর অভিন্ন আশ্রয় নীতির দ্রুত বাস্তবায়ন চায় ইতালি

সংবাদমাধ্যম দ্য ইরাবতীর একটি সমীক্ষায় দেখা গেছে, জান্তা বাহিনী গত জানুয়ারিতে মিয়ানমারের ৪০টি শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন। এছাড়া নায়ান লিন থিট অ্যানালিটিকা রিপোর্ট করেছে, গত বছরের আগস্ট পর্যন্ত সামরিক সরকার কমপক্ষে ৩ হাজার ২৯২টি বিমান হামলা চালিয়েছে এবং এতে প্রায় ১ হাজার ৭৪৯ জন নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675