• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী-সতিন

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:০৭

নগরীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী-সতিন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর র‍্যাব-৫ ও কিশোরগঞ্জের র‍্যাব-১৪-এর যৌথ দল এ অভিযান চালায়। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

গ্রেপ্তার আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরীর সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে নগরীর ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার দিন থেকে রয়েল ও তাঁর প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করেন হেলেনার মা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হেরোইনসহ র‍্যাবের হাতে আটক ২

র‍্যাব জানায়, দুই বছর আগে হেলেনাকে বিয়ে করেন রয়েল। সংসারে সতিন থাকায় বিয়ের পর থেকে তাঁদের পারিবারিক কলহ ছিল। হেলেনাকে তাঁরা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে মামলা হলে র‍্যাব ছায়াতদন্ত করছিল।

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকে তদন্তে সন্দেহভাজন আসামি রয়েল ও তাঁর প্রথম স্ত্রী সেলিনা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তাঁদের রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675