• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোলাহাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১৯

ভোলাহাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচী প্রনয়ণপূর্বক দিবসটি উদযাপন।

আরও পড়ুনঃ  গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দিনটির তাৎপর্য ব্যাখ্যা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা পিআইও সবুজ আলী, অধ্যক্ষ রহমত আলী ও জামাল উদ্দিন।

উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা তৈমুর হোসেন, সহকারী শিক্ষা অফিসার অহেদুজ্জামান লালু, উপজেলা মডেল মসজিদের ইমাম আব্দুল কাদির, শিক্ষক নুরে আলম মুক্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীগণ।

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

এর আগে রাত ১২:০১ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দলীয় ব্যানারে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, ভোলাহাট প্রেসক্লাবের সদস্যগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’

আলোচনা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রচনা ও কবিতা আবৃতি অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675