• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিনম্র শ্রদ্ধায় রুয়েটে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৯

বিনম্র শ্রদ্ধায় রুয়েটে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : বিনম্র শ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।

রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাতে) একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রথমেই রুয়েট প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আরও পড়ুনঃ  ঢাবি প্রশাসনের সঙ্গে স্পেনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও রুয়েটস্থ বিভিন্ন সংগঠন, ক্লাব ও সোসাইটি পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

এসময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান,বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মকর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675