• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১২

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক : রাজধানীর হাতিরঝিল থানার মহানগর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী রায়হান জাবির(১৬) নামে এক স্কুল শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সে দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টায় মারা যায় সে।

আরও পড়ুনঃ  নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু ইনসা আবির সামি জানায়, বিকাল ৪ টার দিকে হাতিরঝিল থানার মহানগর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক রায়হানকে ধাক্কা দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার বন্ধু রায়হান। সে রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সাথে থাকতো।

আরও পড়ুনঃ  ফরিদপুর জেলা শ্রেষ্ঠ সার্কেল আসিফ ইকবাল

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, হাতিরঝিল থেকে আহত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে মারা যায় সে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675