স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে অবশেষে ফরিদপুর-৪ আসনের প্রার্থী বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে (ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত) আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতাকর্মীদের সাথে পরিচয় করে দিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম।
শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার খন্দকার টাওয়ারে ইউনিয়ন ও পৌরসভার নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের আনুষ্ঠানিকভাবে পরিচয় তুলে ধরেন।
ইকবাল হোসেন সেলিম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় জাতীয় সংসদ নির্বাচনেফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে বিজয়ের লক্ষ্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি নিজেও একজন প্রার্থী হয়ে দলকে সুসংগঠিত করার লক্ষে মাঠে ছিলেন। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক ফরিদপুর ৪ আসনে প্রার্থী হিসেবে আমাদের শহিদুল ইসলাম বাবুল চুড়ান্ত সীদ্ধান্ত পাওয়ার খবরে এখন থেকে বাবুলের জন্য সকল নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকবো। আমাদের বিজয় অর্জনের আগ পর্যন্ত সকল বিভেদ মুছে ফেলে ঐক্য প্রক্রিয়ায় কাজ করার আহবান জানান। তার বক্তব্যর মধ্যে দিয়ে মতবিনিময় সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকে নেতা কর্মীরা আরও আবেগী হয়ে সেলিম খন্দকারের রাজনৈতিক দৃঢ়তায় পথচলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, আমরা সবাই শহীদ জিয়ার সৈনিকতারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই, আমি আপনাদের পাশের উপজেলা নগরকান্দার সন্তান। আজ থেকে ভাঙ্গার সন্তান হিসেবে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের বলতে চাই কোন রক্ত চক্ষুশুলকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনাকেই ভয় করিনি। আর কাউকে ভয় করার কিছু নেই।
দলের ভিতরে কোন বেঈমান মোনাফেক এবং আওয়ামী লীগের ঘরে যারা গত ১৭ বছরের হালুয়া রুটি খেয়েছে তাদের কোন জায়গা হবে না।
ভাঙ্গা উপজেলা বিএনপির রাজনীতিকে আরও সুসংগঠিত করার লক্ষে তিনি সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, রাজনীতির মাঠে সবাই মিলে কাজ করলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসন আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। এজন্য আপনাদের সকলকে আমার পাশে পেতে চাই। মতবিনিময় ও পরিচিত সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদপুর ৪ আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত হচ্ছেন শহিদুল ইসলাম বাবুল এমন পোস্ট ছড়িয়ে পড়ে। এতে শহিদুল ইসলাম বাবুল তার উপজেলা পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলা থেকে তিনি বিদায় নিয়ে ভাঙ্গা উপজেলায় রাজনৈতিক অবস্থান করছেন বলে একটি আবেগঘন পোস্ট করেন। একদিন পর তিনি নিজের উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে নেতাকর্মীদের মধ্যে বেশ হতাশার সৃষ্টি এবং উপস্থিতি বিএনপির নেতাকর্মীরা তাকে জড়িয়ে চোখের জল ফেলেন। ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে থাকেন ভাঙ্গার সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা। অবশেষে ফরিদপুর ৪ আসনে প্রার্থী চুড়ান্ত বিএনপির এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় মাঠে নামছেন শহিদুল ইসলাম বাবুল। অবশেষে শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম জেলা, উপজেলা, পৌরসভা ও তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে শহিদুল ইসলাম বাবুলকে তারেক রহমানের ইচ্ছেতে প্রার্থী চুড়ান্ত বলে ঘোষণা করেন।