স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। সেই লক্ষ্যে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন-ফেস্টুন উড়িয়ে দুই দিনের এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অতিথিদের সাথে নিয়ে পুনর্মিলনী কেক কাটা হয়।
পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ও কলেজের সাবেক অধ্যক্ষ খাদেমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আরেফিন, বরিশাল সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ অখিল চন্দ্র দাস, বাগেরহাট সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শাজাহান মোল্লা ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুবনা ইয়াসমিন। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা ফেলে আসা দিনের স্মৃতিচারণ করেন।