• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৩০

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে তাঁরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা এ সময় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কর্মসূচি থেকে দোষীদের দ্রুত দৃশ্যমান শাস্তির দাবি জানান তাঁরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

জান্নাতুল ফেরদৌস বলেন, আইন ও শাস্তি এমন হোক, চলন্ত বাসের এই ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু যার কেউ নেই, তার পক্ষে কে কথা বলবে। কিন্তু দেখা যাচ্ছে, বিচারের দাবিতে না দাঁড়ালে সেটা নিয়ে কোনো কথা হয় না। ঢাকা থেকে রাজশাহীগামী বাসের যাত্রীরা বলছেন, একজন নারীকে বাসের পেছনে আলাদা করে রাখা হয়। সেই নারী হয়তো সামাজিক কারণে সামনে এসে বলার সাহস পাচ্ছেন না।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহা দিবস পালিত

যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বলেন, ‘প্রশাসনের লোকজন সব সময়ই বলে যে তারা নাকি আমাদের পাশে আছে। আগে নাকি নানা কারণে কাজ করতে পারেনি। কিন্তু ৫ আগস্টের পর তো তারা স্বাধীন। কিন্তু তার কোনো ধরনের মূল্যায়ন বা প্রতিফলন দেখা যাচ্ছে না। চলন্ত বাসের এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের সদস্য সচিব হযরত আনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিউল ইসলাম অনিক প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675