• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২৩

ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

অনলাইন ডেস্ক : ১৯৯৬ সালের পর প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে তাদের শুরুটা ভালো হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে, বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এই টুর্নামেন্টে শুভসূচনা করে রোহিত শর্মার ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আজ (রোববার) চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলতে বাধ্য করছে ভারত। যা নিয়ে টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই ব্যাপক জলঘোলা হয়েছিল। বিশেষত, পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। শেষ পর্যন্ত তাই তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি সাজানো হয় হাইব্রিড মডেলে। ফলে পাকিস্তান আজকের ম্যাচটি খেলতে দুবাইয়ে উড়াল দেয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের এই দ্বৈরথ শুরু হবে দুপুর ৩টায়।

আরও পড়ুনঃ  ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই ভেন্যুটি ভারত-পাকিস্তান উভয় দলের জন্যই বেশ পরিচিত। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই এখানে খেলবে, ইতোমধ্যে বাংলাদেশকে হারানো ম্যাচের ভেন্যুও এটি। দুবাই স্টেডিয়ামের পিচ কেমন হতে পারে, সেই ধারণা আগে থেকেই নিয়ে গিয়েছিল গৌতম গম্ভীরের দল। সে কারণে তাদের স্কোয়াড গড়া হয়েছে স্পিননির্ভর, ১৫ জনের দলে আছেন ৫ স্পিনার। তবে বাড়তি সুবিধা তাদের তিনজনই আবার অলরাউন্ডার। এ ছাড়া স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার ৩ জনের সঙ্গে পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ভারতের শক্তি বৃদ্ধি করেছে।

আরও পড়ুনঃ  ৮ বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফির অজানা টুকিটাকি গল্প

অন্যদিকে, পাকিস্তান সীমিত সংস্করণের ক্রিকেটের জন্য সবসময়ই পেসনির্ভর দল গড়ে। ভারতের বিপক্ষে আজকের ম্যাচেও পেসারদের ওপর ভরসা করে মাঠে নামার কথা জানিয়েছেন পাক কোচ আকিব জাভেদ। এক অলরাউন্ডারসহ তাদের স্কোয়াডে আছেন ৫ পেসার। আর স্পিনার আছেন দুজন, আছে বাড়তি অপশন সালমান আলি আগাও। তবে দুবাইতে সাধারণত স্পিনারদের ঘূর্ণি বেশি দেখা যেতে পারে।

যেমন থাকবে দুবাই স্টেডিয়ামের পিচ
দুবাইয়ে বোলাররাই আধিপত্য বিস্তার করবেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হওয়া বেশিরভাগ ওয়ানডে ম্যাচই হয়েছে লো-স্কোরিং। যার সর্বশেষ ‍দৃষ্টান্ত বাংলাদেশ-ভারত ম্যাচ। বাংলাদেশ মাত্র ২২৮ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত সেই রান পেরোতে প্রায় ৪৭ ওভার নিয়েছে। বোঝাই যাচ্ছে এই মাঠে রান তোলাটা খুব একটা সহজ কাজ হবে না।

আরও পড়ুনঃ  ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

দুবাইয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত ওয়ানডেতে মাত্র চারটি দল ৩০০–রানের সীমা পার করতে পেরেছে। এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় রান ২১৯। ফলে ২৫০ রানের লক্ষ্য যথেষ্ট হতে পারে একটি দলের জন্য।

আবহাওয়া বার্তা যা বলছে
ভারত-পাকিস্তানের আজকের ম্যাচ চলাকালে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও টুর্নামেন্ট শুরুর আগে দুইদিন বৃষ্টি ছিল দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলে তার বিঘ্ন ঘটায় বিরূপ আবহাওয়া। বৃষ্টি না হলেও, আজ বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দুবাইতে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675