হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ ঘটিকায় এ উপলক্ষে তাহেরপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী জেলা বিএনপির সদস্য, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিদায়ী-বরণ অনুষ্ঠিত হয়।
তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও এস.এম গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলাম তাহেরপুর পৌরসভা শাখার আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, তাহেরপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাও সাইদুর রহমান, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শাহরিয়ার কবির নীরব, রোকেয়া খাতুন, আরাফাত হোসেন প্রমুখ।
এত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক দেওয়ান মোঃ শহিদুল নবী, সিনিয়র শিক্ষক সাইদুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে নবীন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। চলতি বছর তাহেরপুর উচ্চ বিদ্যালয় হতে ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
উক্ত অনুষ্ঠানে ডাঃ ইয়াছিন আলী, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন স্কুলের শিক্ষকসহ নবীন ও বিদায় শিক্ষার্থীরাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।