• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৩৩

আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। বেশিদিন হয়নি প্রেমিককে বিয়ে করে সংসার পেতেছেন তিনি। গত বছরের অক্টোবরে দীর্ঘ ছয় বছরের প্রেমের পরিণতি পায় তার। অথচ এই নায়িকা জানালেন, একটা সময় ছেলেদের থেকেই দূরে থাকতেন তিনি!

সেলেবদের জীবনে প্রেম আসে, পরিণয়ও ঘটে- এ ঘটনা অবশ্য অহরহ। আবার কমবেশি সব মেয়েদের জীবনে ছেলেদের পেছনে পড়ে থাকার বিষয়টিও ঘটে। এর ব্যতিক্রম ছিলেন না নায়িকা শিরিন শিলাও।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্কুল জীবনের প্রসঙ্গ টেনে এসব কথা বললেন শিরিন শিলা। ছেলেদের পেছনে পড়ে থাকা নিয়ে নায়িকার ভাষ্য, ‘একদিন স্কুল ছুটির পর দেখতে পেলাম কয়েকজন ছেলে আমার পেছন পেছন আসছে। কিন্তু ওরা আমাকে কিছু বলেনি, টিজ করেনি। আমি শুধু দেখলাম, আমার বাসা পর্যন্ত তারা ফলো করে চলে এসেছে। তখন বুঝতে পারলাম, ওরা যেহেতু কিছু বলছেও না, জিজ্ঞাসা করছে না- হয়ত আমার বাসা চেনার জন্যই অনুসরণ করেছে।’

আরও পড়ুনঃ  সেই ‘হেনা’কে টাঙ্গাইলে খুঁজে পেলেন বাপ্পারাজ!

এরপর শিরিন শিলা বলেন, ‘আসলে আমি ছোটবেলা থেকেই ছেলেদের থেকে অনেক দূরে। কারণ আমি শুধু স্কুলে যেতাম, আসতাম। আর আম্মুর সাথে নাচের স্কুলে যেতাম। আবার ছোটবেলা থেকেই নাটকের শুটিংও করতাম, এ পর্যন্তই আমার সীমাবদ্ধতা।’

শিরিন শিলা আরও বলেন, ‘কিন্তু এই যে ছেলে-টেলে দেখা, আমার লাইফে আমি পাইনি। শুধু আম্মু স্কুলে নিয়ে যাওয়া আসা করত, ছোটবেলা থেকে এটাই হয়ে এসেছে। আমার কোনো ছেলে বন্ধুও ছিল না, মানে ছেলেদের যে ব্যাচে পড়ানো হত, আমি সেই ব্যাচেও পড়তাম না।’

আরও পড়ুনঃ  আদনানকে বিয়ে করতে বাধ্য হই : পপি

উল্লেখ্য, যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা। তবে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক। এছাড়াও এই নায়িকা একবার আলোচনায় এসেছিলেন, এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675