স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আয়োজিত পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার আজ ছিল চতুর্থ দিন। মেলার অন্যান্য দিনের মতো আজ রবিবারেও দেখা গেছে ব্যাপক বইপ্রেমির সমাগম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক ছাড়া আজও বিপুল সংখ্যক অন্যান্য শ্রেণির দর্শকের সমাগম লক্ষ্য করা গেছে। মেলায় প্রবন্ধ সংকলন ও গবেষণা গ্রন্থ, গল্প-উপন্যাস-কবিতা ইত্যাদি ছাড়াও শিশুতোষ, মটিভেশনাল ও ধর্মীয় বিষয়ের গ্রন্থের বিপুল সমাহার রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকাশনা নিয়েও একটি স্টল রয়েছে।
এই বইমেলায় রাবির বিভিন্ন বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের স্টলগুলোতে গবেষণা জার্নাল, গবেষণা গ্রন্থ ইত্যাদি বিশেষ হ্রাসকৃত মূল্যে পাওয়া যাচ্ছে।
আগামীকাল সোমবার মেলা শেষ হবে। এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।