• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বসতভিটা লিখে দেওয়ার নাম করে টাকা নিয়ে অন্যত্র বিক্রির চেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১৭

বসতভিটা লিখে দেওয়ার নাম করে টাকা নিয়ে অন্যত্র বিক্রির চেষ্টা

স্টাফ রিপোর্টার : নগদ দশ লক্ষ টাকা ও ৫০ ভরি স্বর্নালংকার নিয়ে ছেলের অংশের বসতভিটা ছেলের বউ তাজনুভা তাজরিনকে লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সাবেক শ্বাশুড়ি মোতাহারা বেগম জেনী।

ঘটনাটি রাজশাহী নগরীর ২৭ নং ওয়ার্ডের শিরোইল মঠ পুকুর এলাকার প্রয়াত আবেদ আলীর স্ত্রী মোতাহারা বেগম জেনী ও তার ছোট ছেলে আজহার আলী আপেলসহ তার পরিবারের বিরুদ্ধে।

ভুক্তভোগী তাজনুভা তাজরিনের থানায় করা অভিযোগ ও তার দেয়া বক্তব্য থেকে জানা যায়, তাজনুভা তাজরিনের সাথে আবেদ আলীর ছোট ছেলে আজহার আলী আপেলের বিয়ে হয় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। বিয়ের পরে আজহার আলী আপেলকে ব্যবসা করার জন্য ছেলের বউ তাজনুভা তাজরিনের কাছে থেকে নগদ ১০ লক্ষ টাকা ও তার ব্যবহৃত ৫০ ভরি স্বর্নালংকার নেন তার বিনিময়ে বসতভিটায় ছেলের প্রাপ্য ৫ কাঠা জমি ছেলের বউ তাজনুভাকে লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আবেদ আলীর মৃত্যুর পরে তার দেওয়া প্রতিশ্রুতি খেলাফ করেন আবেদ আলীর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তাজনুভাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে সংসারে অশান্তি সৃষ্টি করে আপেল সহ তার পরিবার। নির্যাতনের একপর্যায়ে তাজনুভার গর্ভের সন্তানকে হত্যা করে তানজুভার সাবেক স্বামী আপেল ও আপেলের মা মোতাহারা বেগম জেনীসহ বোনেরা। গর্ভের সন্তান হত্যার সাজা থেকে রক্ষা পেতে আপেল বিদেশে পালিয়ে যায় আর তার মা বোনেরা চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পালিয়ে এসে আত্নগোপন করে। ভুক্তভোগী তাজনুভা শিবগঞ্জ উপজেলায় তাদের সন্ধান পেয়ে সেখানে তাদের সাথে যোগাযোগ করতে আসলে ভুক্তভোগী তাজনুভার ওপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আক্রমণ করে হত্যার চেষ্টা করে। সেখান থেকে এলাকাবাসী তাজনুভাকে উদ্ধার করে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করান।এবিষয়ে চাপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তাজনুভা তাজরিন (মামলা নং- শিবগঞ্জ আদালত ৫৫০/২৩)।

আরও পড়ুনঃ  দেশের প্রথম শহীদ মিনারের স্বীকৃতি দাবি ভাষাসৈনিক আখুঞ্জির

এসব বিষয় নিয়ে তাজনুভার সাবেক স্বামী আজহার আলী আপেল, আপেলের বোন ও বোনের ছেলেবন্ধু তৎকালীন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির কার্যালয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নিজামুল আজিমের পরামর্শে আপোষ মিমাংসা করা হয়। এতে উভয় পক্ষ তিনশত টাকা মুল্যের ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত শর্ত মেনে নিয়ে স্বাক্ষর করে। শর্তঅনুযায়ী টাকা না দিয়ে তারা পুনরায় আত্নগোপনে চলে যান। এ বিষয়ে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনি তাদেরকে বেশ কয়েকবার ডেকে তাদের সাড়া পাইনি। বর্তমানে প্রয়াত আবেদ আলীর ১৭ কাঠার ওপর অবস্থিত তিনতালা বাড়িটি ভেংগে বিক্রি করার উদ্যোগ নেন।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

বাড়ি ভেংগে বিক্রির খবর জেনে ভুক্তভোগী তাজনুভা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ( আরডিএ), বোয়ালিয়া ভুমি অফিস ও বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ করে জমি বিক্রি করা স্থগিত করার লক্ষ্যে ৫৭ নং হোল্ডিংটি স্থগিত করেন। এবং ভুক্তভোগী এই হোল্ডিং-এর জমি ক্রয় না করার জন্য ক্রেতাদের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  বাঁশের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন

তিনি আরও জানান তার সাবেক স্বামী আজহার আলী আপেল মামলা থেকে রক্ষা পেতে নগরীর একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তার মা-বোনরা বিভিন্নভাবে তাজনুভা তাজরিনকে ভয়ভীতি হুমকি প্রদান করছে।

অভিযোগের বিষয়ে তাজনুভার সাবেক শ্বাশুড়ি মোতাহারা বেগম জেনীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় বিধায় তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এছাড়া আজহার আলী আপেল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন থাকার জন্য তারও বক্তব্য নেয়া যায়নি। প্রতিবেদক আজহার আলী আপেলরে সাথে সরাসরি যোগাযোগ করতে গেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক জানান চিকিৎসাধীন রুগীদের সাথে দেখা করার নিয়ম নাই।

ভুক্তভোগী তাজনুভা তাজরিন প্রয়াত আবেদ আলী ও মোতাহারা বেগম জেনীর ছোট ছেলে আজহার আলী আপেলের সাবেক স্ত্রী।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675