ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি, নামানো হলো রোমে

subadmin
February 24, 2025 9:44 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটকে পথিমধ্যে ইতালির রাজধানী রোমের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মূলত মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেওয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং ফ্লাইটটি সেখানে নিরাপদে অবতরণ করে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এক বিবৃতিতে মার্কিন এই এয়ারলাইন্সটি বলেছে, “সম্ভাব্য নিরাপত্তা সমস্যার কারণে” রোববার নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থাতেই ফ্লাইটটিকে লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরে পাঠানো হয় এবং সেখানেই এটি নিরাপদে অবতরণ করে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এবং এর ফলেই বিমানটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে তল্লাশির পর হুমকিটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

অবশ্য রোমে পৌঁছানোর পর ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়।

আমেরিকান এয়ারলাইন্স বলেছে, “সুরক্ষা এবং নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমাদের গ্রাহকরা সেটি বুঝতে পারায় আমরা তাদের ধন্যবাদ জানাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।