মোহাঃ আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় খাঁনপুর ঝড়ু প্রামানিক (জে.পি) উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারী-২৫) সকাল সাড়ে ১১ টায় উক্ত বিদ্যালয়ের হলরুমে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক (মিলটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আব্দুল গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাঘা উপজেলা বিএনপি’র সদস্য মাসুদ করিম টিপু, রাজশাহী জেলা কৃষক দল যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম (স্বপন), জেলা ছাত্রদল আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, সাবেক সভাপতি অত্র বিদ্যালয় খায়রুল ইসলাম (হান্টার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি সবুজ মাহমুদ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়গড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাও: ইদ্রিস আলী।