• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ছেলেরা কী করবে, ঠিক করে রেখেছেন ববি, ক্যামেরা থেকে কেন দূরে রাখেন তাঁদের?

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ১১:১৪

ছেলেরা কী করবে, ঠিক করে রেখেছেন ববি, ক্যামেরা থেকে কেন দূরে রাখেন তাঁদের?

অনলাইন ডেস্কঃ অভিনেতার সন্তান বেছে নিয়েছেন অভিনয়ের পেশাকেই— বলিউডে এমন দৃষ্টান্ত কম নেই। ববি দেওলও তাঁর পিতা ধর্মেন্দ্রর পদাঙ্ক অনুসরণ করে অভিনয় জগতে পা রেখেছিলেন। অভিনেতা ববি নিশ্চিত করলেন, তাঁর দুই সন্তান আর্যমান এবং ধরমও অভিনয়ই করবে, বজায় রাখবে ধারা। তবে, তাঁর সন্তানরা স্বাভাবিক জীবন যাপন করুক পাপারাৎজিদের নিরন্তর নজর এবং গ্ল্যামার জগতের ঝলকানির বাইরে থাকুক তারা, এমনটাই চান ববি।

ববি জানান, পারিবারিক সূত্রেই এই ভাবনা এসেছে তাঁর। বাবা ধর্মেন্দ্রও এমনটাই ভাবেন। ববির ইচ্ছা, ছেলেরা নিজেদের মতো বাঁচবে, শুধু কাজেই মন দেবে।এই পেশা থেকে যে অপ্রয়োজনীয় বাহুল্যের পরিসর তৈরি হয়, তার মধ্যে থাকবে না। ঘন ঘন ছেলেদের ক্যামেরায় আনার বিরুদ্ধে ববি।

আরও পড়ুনঃ  ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর

এক সাক্ষাৎকারে ববি জানান, তাঁর সন্তানরা আর পাঁচ জনের মতো সাধারণ ভাবে জীবনযাপন করুক এটাই কাম্য। এতে তারা উন্নত জীবনবোধ লাভ করবে, দাবি ববির। তাঁর কথায়, “ওরা বিশেষ কেউ নয়। ওরা স্বাভাবিক, সাধারণ মানুষ। আমার সন্তান হতে পারে, কিন্তু আমি চাই না ওরা এই গ্ল্যামার বয়ে বেড়াক। আমরা (দেওলরা) এমনটাই। আমি এই শিক্ষা পেয়েই বড় হয়েছি।”

আরও পড়ুনঃ  নীতা আম্বানির পোশাক পরে বিয়েতে হাজির নীতু!

তাঁর কথায়, “ওরা খুব লাজুক। আলোকচিত্রীরা ওদের ছবি তুলুক, এটা ওরা চায় না।”

ববি জানান, ছেলেরা লেখাপড়া করছে এখন, কিন্তু ভবিষ্যতে তারা অভিনয় করবে। গর্বিত পিতা বলেন, “ওরা পড়াশোনার মধ্যে আছে। আমার এক ছেলে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পড়াশোনা করছে। আমি ওকে নিয়ে খুবই গর্বিত। শিক্ষিত হয়ে উঠতে ও আপ্রাণ চেষ্টা করছে। জোর করে ও কিছু পেতে চায় না।”

আরও পড়ুনঃ  তোমাকে পেয়ে আমরা ধন্য : রাধিকা

২০২২ সালে ববিকে দেখা গিয়েছে ‘ আশ্রম’ সিরিজ়ের তৃতীয় সিজনে, ‘লভ হোস্টেল’ ছবিতে। সন্দীপ বঙ্গা রেড্ডির ‘অ্যানিমাল’ ছবিতে দেখা যাবে তাঁকে। সহ-অভিনেতারা হলেন রণবীর কপূর, অনিল কপূর, রশ্মিকা মন্দানা প্রমুখ। অগস্ট মাসে ছবিটি মুক্তি পাবে সেই ছবি।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675