স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ভাঙ্গা পৌর এলাকার চৌকি আদালত সংলগ্ন ঐতিহ্যবাহী ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি কণ্ঠ সমর্থনে এই কমিটি গঠন করা হয়।
ক্লাবের গঠনতন্ত্র অনুসারে পদাধিকার বলে চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ বাহাদুর শফিকুল ইসলাম সভাপতি।
চৌধুরী ওয়াহিদুজ্জামান সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম তারেক সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আবু সাঈদ কোষাধ্যক্ষ ও জাকির হোসেন দপ্তর সম্পাদক হিসেবে সরাসরি কণ্ঠ সমর্থন পান।
এছাড়াও মহিলা সম্পাদিকা হিসেবে ভাঙ্গা সিনিয়র শিক্ষিকা বেলী আকতার, নার্গিস ওয়াহিদ ও আনজুমান আরা বকুলকে কন্ঠভোটে নির্বাচিত করা হয়।
বুধবার রাতের সাধারণ সভায় নবাগত কমিটি ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানান সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক।
মঙ্গলবারের সাধারণ সভায় সভাপতিত্ব করেন ওরিয়েন্ট ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব কাজী কায়সার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, ভাঙ্গার সাংস্কৃতিক ও সামাজিক চেতনার সংগঠন বিলুপ্ত খেলাঘর ১৯৭৮) সংগঠনের অন্যতম ব্যক্তিত্ব কামাল আহমেদ, মনজুরুল আহসান খান, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, মামুনুর রশীদ, মহসীন তালুকদার, এডভোকেট জহুরুল হক মিঠুন, শাহেদ কামরান পামেল, ডা. ফিরোজ খান, এডভোকেট সোহাগ, টিটু, আরমান মোল্লা প্রমুখ।
নবাগত কমিটির সকলকে ক্লাবের সকল সদস্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পর অভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন কমিটির পরিচিতি করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পাশাপাশি আগামী দুই বছর একমিটি তাদের দায়িত্ব পালন করবে বলে ক্লাব সূত্রে জানা গেছে।
উল্লেখ্য ১৯৬৪ সালে স্থাপিত ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ৮০ দশকে ভাঙ্গা উপজেলার শিক্ষা ও সামাজিক সংগঠন হিসেবে ক্লাবের সদস্যরা অনন্য দৃষ্টান্ত হিসেবে দৃশ্যমান ছিল সবার কাছে। কালের গর্ভে হারিয়ে যায় ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য। অতঃপর ক্লাবের ভগ্ন দশায় শুধু জায়গাটি দৃশ্যমান ছিল সাধারণ মানুষের চেতনায়। অতঃপর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ বাহাদুর ও ভাঙ্গার উদীয়মান প্রজন্ম এবং একই সাথে কাজী কায়সারসহ আরও অনেকে এগিয়ে আসেন। দেশ বিদেশের ভাঙ্গার সন্তানরা ওরিয়েন্ট ক্লাবের পুনঃ নির্মাণে হাত বাড়িয়ে দেন।
ক্লাব বির্নিমাণে ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশীদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে এগিয়ে আসেন। অতঃপর ভগ্ন দশা কাটিয়ে দৃশ্যমান মাটির উপর তিনতলা পর্যন্ত গড়ে তোলা হয় নিবেদিত মানুষের আর্থিক সহযোগীতা ও পৃষ্ঠপোষকতায়।
নবাগত সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াহিদুজ্জামান ১৯১৮ সাল থেকে ওরিয়েন্ট ক্লাবের সার্বিক সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।