• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২৭

রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক : গত সপ্তাহে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সংযুক্ত আরব আমিরাত দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র পর্যায়ে বাংলাদেশ আজই প্রথম আরব আমিরাতের বিপক্ষে খেলবে।

ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল ভোরে দুবাই পৌছান। খানিকটা বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যায় অনুশীলন করতে হয়েছে আফিদাদের। মধ্যপ্রাচ্য গরম হলেও দুবাইয়ে এখন শীতল আবহাওয়া। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক, ‘বাংলাদেশেও শীত ছিল। এখানে একটু ঠান্ডা সমস্যা হলেও সমস্যা হবে না।’

আরও পড়ুনঃ  ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

বাংলাদেশ এএফসির বয়সভিত্তিক আসরগুলোতে আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে বিগত সময়ে। সিনিয়র দলের মুখোমুখিতে জয় খুব সহজ হবে না সেটা অনুধাবন করছেন বৃটিশ কোচ পিটার বাটলার, ‘আরব আমিরাতের নারী দল লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের দলে অনেক খেলোয়াড় নতুন কিন্তু তারা প্রতিশ্রুতিশীল।’

আরও পড়ুনঃ  টাকার অভাবে ছেঁড়া জুতা পরে খেলা অনিকেতই আইপিএল মাতাচ্ছেন

ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রায় নতুন এক বাংলাদেশ মাঠে নামবে। নিয়মিত অধিনায়ক সাবিনাসহ সিনিয়র ১৮ জন ছাড়া লড়াইয়ে নামতে হচ্ছে। সর্বশেষ সাফের দল থেকে ৮ জন আছেন ২৩ সদস্যের নতুন স্কোয়াডে। এই ৮ জনের মধ্যে সাফের একাদশে খেলেছেন শুধু আফঈদা খন্দকার। বাকি ১৫ জনই অনূর্ধ্ব-২০ দলের। যাদের মধ্যে ৯ ফুটবলারের আন্তর্জাতিক অঙ্গনে কোনও অভিজ্ঞতা নেই।বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩২ আর আমিরাত ১১৬।

আরও পড়ুনঃ  যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের দুই ধাপ উন্নতি

বৃটিশ কোচ পিটার বাটলার গতকাল সন্ধ্যায় দুবাইয়ে অনুশীলনেও শৃঙ্খলার বুলি আওড়িয়েছেন। কোচ-খেলোয়াড় দ্বন্দ্বে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও বাফুফে এই সফরে কোনো অভিজ্ঞ ম্যানেজার দেয়নি। কোচিং স্টাফের একজনকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। বিদেশ সফরের জন্য সরকারের অনুমতি আদেশে অবশ্য তার পদবী সহকারী কোচ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675