• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:১০

সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

অনলাইন ডেস্ক : চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার বাদ পড়া এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল। নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিজেদের সর্বোচ্চটা দিতে চায় পাকিস্তান এমনটি জানিয়েছেন দলটির প্রধান কোচ আকিভ জাভেদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলেও হালকাভাবে নিচ্ছেন না তারা।

আরও পড়ুনঃ  ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা

ম্যাচের আগের দিন আজ বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাভেদ। সেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান কোচ বলছিলেন, ‘এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। শীর্ষ ৮টি দল খেলছে। আগের যে কোনো ম্যাচের মতোই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। কাল খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা কঠোর পরিশ্রম করে কালকের জন্য প্রস্তুত হবো।’

আরও পড়ুনঃ  পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে খেলার সূচি

হারের বৃত্তে থাকায় পাকিস্তানকে অবশ্য অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। মাঠের ক্রিকেটে সমালোচনার পাশপাশি মাঠের বাইরে থেকে সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন নানা ধরণের ভৎসনা সেই সঙ্গে দুয়ো। এসবে অবশ্য খুব একটা কান দিতে নারাজ পাকিস্তান কোচ জাভেদ। এমনকি তিনি মনে করিয়ে দিয়েছেন, মাঠের কাজটা মোটেও সহজ নয়।

আরও পড়ুনঃ  ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

আকিভ জাবেদ বলছিলেন, ‘বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই সবসময় মনোযোগ রাখি। প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে। ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সোজা না। শূন্য থেকে শুরু করতে হয়।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675