• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মোহনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯

মোহনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২৬ ফেব্রুয়ারি বুধবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের অন্তর্গত বেড়াবাড়ী চামলি পাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে পরিচালক তাজকিয়া আকবারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মৌগাছি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসাঃ মিনা বেগম এবং ঘাসফুল সমবায় সমিতির ম্যানেজার আকরাম হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ  ‘গাছেরটাও খামু, তলারটাও কুড়ামু’ সেই দল বাংলাদেশে হবে না : ফজলুর রহমান

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়া ২৬ ফেব্রুয়ারি মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের অন্তর্গত বেড়াবাড়ী চামলি পাড়া এবং পবা উপজেলার নওহাটা পৌরসভার অন্তর্গত নওহাটা মন্দির চত্ত্বর ও ২৭ ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীর রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে এবং কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা এর সহকারী পরিচালক (সংগীত) শ্যামা সরকার এর নেতৃত্বে সজল সাহা বাদ্যযন্ত্র নিয়ন্ত্রক, মিজ জয়িতা ঘোষ দোলা উর্ধ্বতন কন্ঠশিল্পী, মোঃ তৌফিকুজ্জামান অপু উর্ধ্বতন কন্ঠশিল্পী, তপন মজুমদার তবলচী, মোঃ রেজাউল হক করিম দোতারি এবং মোঃ নিকেল মিয়া বংশীবাদক সামাজিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675