• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৯

বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে রাজনৈতিক নেতার ছবি নিয়ে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমালোচিত হতে হয়েছে আয়োজক পাকিস্তানকেও। ঘটনার পরই নড়েচড়ে বসেছে দেশটির সরকার। ইতোমধ্যে ওই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজিল্যান্ড ইনিংস চলাকালীন ওই সমর্থক মাঠে ঢুকে পড়েছিলেন। নিরাপত্তা কর্মীরা তার নাগাল পেতে পেতে ততক্ষণে মাঝ মাঠে গিয়ে রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন এবং গোটা মাঠে বেশ কিছুটা দৌড়ানোর পর তাকে ঘিরে ধরেন নিরাপত্তারক্ষীরা। সে সময় তার হাতে ছিল তেহরিক-ই-লাব্বাইকের নেতা সাদ রিজভীর ছবি।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

পাকিস্তান বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ভঙ্গের এই ঘটনা বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিরাপত্তা যে সবার আগে, তা আরও একবার উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, স্থানীয় নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে কথা বলে আরও বেশি নিরাপত্তারক্ষী দেওয়া হবে ম্যাচের সময়।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

তারা আরও জানিয়েছে, ওই দর্শককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। তাকে পাকিস্তানের সব ক্রিকেট মাঠে ঢোকা থেকে আজীবনের জন্য নির্বাসিত করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চায় না পাকিস্তান। তাই এই আসরের নিরাপত্তায় ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দায়িত্ব পালনে অনীহা থাকায় সেখান থেকে সম্প্রতি ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যমতে বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাব বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন। মূলত দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে তাদের বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675