অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। একই সময়ে চলবে অন্যতম জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পিএসএল-আইপিএলের এই সাংঘর্ষিক সূচির আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেটি সত্যি হলো পাকিস্তানের টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি (PSL Fixtures 2025) ঘোষণার মধ্য দিয়ে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে এই আসর শুরু হবে।
পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।
১৮০০ কোটি টাকা ব্যয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার করা হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যেখানে এবারের পিএসএলে সর্বোচ্চ ১৩টি ম্যাচ রাখা হয়েছে। এ ছাড়া রাওয়ালপিন্ডিতে ১১, করাচি এবং মুলতানে হবে সমান ৫টি করে ম্যাচ। ৩৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কেবল ৩দিন দুটি করে ম্যাচ হবে, বাকি সময়ে দিনে হবে একটি করে ম্যাচ।
সূচি ঘোষণায় পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, ‘আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়। পূর্ব-প্রতিশ্রুতি অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে আগে পেশোয়ারে একটি পিএসএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করব। যা হবে পেশোয়ারে সর্বোচ্চ স্তরের ক্রিকেট শুরুর একটি প্রক্রিয়া।’
বছরের শুরুতেই জানা গিয়েছিল– আগামী এপ্রিল-মে মাসে বসবে পিএসএল আসর, একই উইন্ডোতে চলবে আইপিএল-ও। যদিও উভয় টুর্নামেন্টের উইন্ডো–ই পেছানো হয়েছিল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে বিবেচনায় নিয়ে। নয়তো এই সময়েই প্রতিবার পিএসএল আসর চলে। প্রতিবারের মতো এবারও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ৬টি দল অংশ নিচ্ছে। ২০২৬ আসর থেকে দুটি দল বাড়ানোর সম্মতি দিয়েছে এসব ফ্র্যাঞ্চাইজি।