• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১৯

মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

অনলাইন ডেস্ক : সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এমনকি কেউ কেউ তাকে ইতিহাসেরও সেরা ফুটবলার মনে করে থাকেন। আর্জেন্টাইন এই গ্রেটও নাকি সতীর্থদের থেকে ফুটবলের কৌশল শেখেন! বিশেষ করে, স্পট কিকে উন্নতি করতে নেইমার জুনিয়রের থেকে পরামর্শ নিয়েছিলেন মেসি।

ক্লাব ফুটবলে একাধিক ক্লাবে এক সঙ্গে খেলেছেন নেইমার ও মেসি। সর্বশেষ পিএসজিতে খেলার সময় পেনাল্টিতে ভালো করার ব্যাপারে নেইমারের পরামর্শ নিয়েছিলেন মেসি, এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

আরও পড়ুনঃ  ২০২৫ পিএসএলের সূচি ঘোষণা

মেসি ও নেইমার প্রথমে একসাথে খেলেন বার্সেলোনায়। ওই সময়ে ব্রাজিলিয়ান তারকা পেনাল্টি নেওয়ায় ছিলেন বেশ দক্ষ। সেই তুলনায় মেসি ছিলেন কিছুটা পিছিয়ে। তবে গত কয়েক বছরে স্পট কিকে অভূতপূর্ব উন্নতি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

নেইমার বলেন, ‘আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সহায়তা করেছি। একদিন আমরা অনুশীলনে ছিলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি এত ভালো পেনাল্টি কীভাবে নাও?’ আমি মনে মনে বললাম, ‘আপনি কি পাগল? আপনি মেসি, তাই আমি যদি এটা করতে পারি, তাহলে আপনিও পারবেন।’

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

‘আমি তাকে সেটা শিখিয়েছি পরে এবং তিনি অনুশীলন করেছেন। (কাতার) বিশ্বকাপে তিনি এই কৌশল কাজে লাগিয়ে অনেক গোল করেছিলেন। মাত্র একবারই তিনি শট নেওয়ার সময় গোলরক্ষকের দিকে তাকাতে পারেননি, আর সেটাই তিনি মিস করেছেন।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান

বার্সায় যোগ দেওয়ার সময় রিয়াল মাদ্রিদ থেকেও অফার পেয়েছিলেন নেইমার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের অফারটি একটি ব্ল্যাংক চেক ছিল, তারা আমাকে বলেছিল যে আমি যা চাই তাই নিতে পারি … তবে আমি হৃদয় দিয়ে শুধু বার্সাকেই চেয়েছিলাম।’

সর্বশেষ সংবাদ

সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৪:৪০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675