• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিজেএ রাজশাহী শাখার ২৬ তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন

প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫ ১:০১

বিপিজেএ রাজশাহী শাখার ২৬ তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবাষিকী পালন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কাযালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবাষিকী এবং ফিতা কেটে মাসব্যাপি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়

অনুষ্ঠানের উদ্বোধন করেন, আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ইকবাল মতিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৫

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক নুরুল হক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি জাবিদ অপু ও আসাদুজ্জামান আসাদ এবং আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক শহীদুল ইসলাম দুখু।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শাহীন খান ও আলী এহসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আলী, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার প্রচার সম্পাদক মো. (শামিম) কার্যনিবাহী সদস্য, রাশেদুর রহমান রাশেল, সদস্য ফরিদ আক্তার পরাগ, কবির তুহিন, সৌরভ হোসেন, আজম খান, আবু নুর মো. মুক্তার হোসেন, ওয়াহিদ হিরো, সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার মাইনুল হাসান জনি, ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক সানশাইন পত্রিকার চীফ রিপোর্টার ইলিয়াশ আরাফাত প্রমূখ।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা প্রথমবারের মত আলোকচিত্র প্রদর্শনী করায় অতিথিবৃন্দ তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে আরো ভালভাবে এটার আয়োজন কতে হবে। তারা আরো বলেন, একটি ছবি হাজারো কথা বলে। কিন্তু এই ছবি তোলার মত নতুন করে তেমন ফটোগ্রাফার তৈরী হচ্ছেনা। এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে বলে উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত

এদিকে উদ্বোধন শেষে অতিথিবৃন্দ দেয়ালে টাঙ্গানো আলোকচিত্র পরিদর্শন করেন। সভায় উপস্থিত ফটোসাংবাদিকগণ তাদের নানা ধরনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সেই সাথে রাজশাহীতে একটি ভালমানের ফটোগ্যালারী তৈরীর দাবী জানান। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর প্রতিষ্ঠিত ফটো সাংবাদিকদের নিজ ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরনের ৭২টি আলোকচিত্র ১ মাসব্যাপী প্রদর্শিত হবে কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে। আলোকচিত্র প্রদর্শনী সকলের জন্য বেলা ১১ থেকে বেলা ৩টা পর্যন্ত ফ্রি উন্মুক্ত থাকবে।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675