স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সুশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সংবিধানের সংষ্কার ও সমঝোতা সংলাপ বিষয়ক আলোচনা সভা। সভাটির আয়োজন করেছে রাষ্ট্র সংষ্কার আন্দোলন ও জুলাই-৩৬ ফোরাম।
‘বিজয় কি এবারও বেহাত হতে যাচ্ছে? সমঝোতা ব্যতীত সংবিধান সংষ্কার কি সম্ভব?’ শীর্ষক আলোচ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর ঘোড়ামারা এলাকায় অবস্হিত বরেন্দ্র মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের
রাজশাহী বিভাগের সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী। সঞ্চালনায় ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কাইয়ুম বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর ড. ইউনুস অন্তর্বতীকালীন সরকারের দায়িত্ব প্রাপ্ত হন ঠিকই কিন্তু তিনি এদেশের গণমানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গনবিরোধী ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনার যে রুটিন ওয়ার্ক সেটাই করতে পারেন নি। অথচ, তার আসল দায়িত্ব ছিল বেশকিছু বিষয়ে দ্রুত সংষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্হা করা। কিন্তু এ সরকার তাতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল ছাড়া দেশের সংবিধান সংষ্কার বা সংশোধন সম্ভব না। তাই দ্রুত একটি নির্বাচন দিয়ে এই অন্তর্বতী সরকারের বিদায় নেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আইন শৃঙ্খলা বাহিনীর অকার্যকরতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংবিধান সংষ্কার, নির্বাচনের প্রস্তুতির পূর্বে রাজনৈতিক সংলাপ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরিকরণ, পরিবেশে নদী ও ভূ-গর্ভস্হ পানি ব্যবস্হাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ প্রদান করেন বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রচার সমন্বয়ক সৈয়দ আবুল হাসিব, রাজশাহী মহানগর সমন্বয়ক এ্যাডভোকেট হাসনাত বেগ, গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট এনামুল হক সহ প্রমুখ।