• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আরএমপির সাইবার ইউনিটের সহায়তায় উদ্ধার ৪৯ টি মোবাইল হস্তান্তর

প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৪:৩৬

আরএমপির সাইবার ইউনিটের সহায়তায় উদ্ধার ৪৯ টি মোবাইল হস্তান্তর

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১১:৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৫ মাসে উদ্ধার হওয়া ৪৯টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এছাড়াও আরএমপির অন্যান্য থানা গুলোকেও হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে তারা। গত ফেব্রুয়ারি মাসে আরএমপির অন্যান্য থানা ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। মোবাইলগুলো থানা থেকে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  চারঘাটে বিএসটিআই’র অভিযানে বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগরী ও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি (জেনারেল ডায়েরি) করা হয়েছিল। এসব জিডির তথ্য বিশ্লেষণ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। ফেব্রুয়ারি মাসে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আরএমপির ১২ থানা মিলে মোট ১০৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করছে। আজ আমরা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। এটি জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতারই একটি দৃষ্টান্ত। আমরা সব সময় নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি এধরণের সেবা দিয়ে থাকি।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করেছে। এমনকি তারা ৫ বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। এটা পুলিশের বড় একটা অর্জন। মোবাইল ফোন হারালে বা চুরি হলে দ্রুত পুলিশের সাহায্য নিতে বলেন। তিনি আরও বলেন, আরএমপির লক্ষ্য রাজশাহী শহরকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা, যেখানে নাগরিকরা নিশ্চিন্তে বসবাস করতে পারেন।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত

হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ফোনের প্রকৃত মালিকরা তাদের মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675