• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইবাবগঞ্জের শতবর্ষি ওয়াকফ এস্টেটদীর্ঘদিন দখলে রাখার অভিযোগ

প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৫:০০

চাঁপাইবাবগঞ্জের শতবর্ষি ওয়াকফ এস্টেটদীর্ঘদিন দখলে রাখার অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শত বছরের একটি ওয়াক্ফ এস্টেটের ‘অবৈধ’ মোতাওয়াল্লি হয়ে ১০ বছর ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে এক জজের বিরুদ্ধে। ইতিমধ্যে নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধের মুখে ওই জজকে মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনের মুখে মন্ত্রনালয়ে সংযুক্ত হওয়া এ জজের নাম গোলাম ফারুক। সর্বশেষ পঞ্চগড় জেলা ও দায়রা জজ ছিলেন তিনি।
এবার গোলাম ফারুকের বিরুদ্ধে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে শতবর্ষি একটি ওয়াকফ এস্টেল দখলে রাখার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আবদুল আজিজ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং ১৩০৮) মোতাওয়াল্লী নিযুক্ত হন। ওয়াক্ফ এস্টেটের বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবী কেউ এর মোতায়াল্লী হতে পারবেন না। তবে গোলাম ফারুক সরকারি বিধি উপেক্ষা করে তৎতালীন আওয়ামী লীগের এমপি আবদুল ওদুদের সুপারিশে ওয়াকফ প্রশাসকের কাছ থেকে মোতাওয়াল্লী পদ বাগিয়ে নেন। এরপর গত ১০ বছর ধরে সুবিধাভোগীদের বঞ্চিত করে চলেছেন তিনি।
অভিযোগ উঠেছে, বিধি উপেক্ষা করে এ পদে আসীন হন গোলাম ফারুক। এরপর থেকে গত ১০ বছরের বেশী সময় ধরে তিনি পদ কুক্ষিগত করে উক্ত ওয়াকফ এস্টেস্টের সম্পতির ওপর রক্ষিত মূল্যবান গাছপালা কেটে বিক্রি করে তছরূপ করে চলেছেন। মোতওয়াল্লী একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ায় এস্টেটের সুবিধাভোগীরা কোনো কিছু বলার সাহস পায় নি। দীর্ঘদিন ধরে তারা মোতাওয়াল্লীর দাপটের মুখে এস্টেটের সকল ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের আবদুল আজিজ এস্টেটের মুতাওয়াল্লি গোলাম ফারুকের বিরুদ্ধে এস্টেটের সুবিধাভোগীরা প্রাশাসনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সুবিধাভোগীরা জানান, অবৈধভবে মোতাওয়াল্লী নিযুক্ত হওয়ার পর থেকে গত ১০ বছর এস্টেস্টের যাবতীয় পাওনা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এসব বিষয় ও তার অপসারনের জন্য হাইকোর্টে মামলাও চলমান। তবে এরই মধ্যে এস্টেটের শত বছরের পুরনো দামি দামি গাছপালা কেটে তিনি বিক্রি করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। এসবের প্রতিকার চেয়ে ওয়াকফ প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই এস্টেটের সাবেক মোতাওয়াল্লী (বর্তমানে সুবিধাভোগী) মোহা. সেকেন্দার রহমান।
অভিযোগকারীর দাবি, মুতাওয়াল্লি গোলাম ফারুক এস্টেটের জমিতে স্থাপিত আমবাগানের লাখ লাখ টাকার গাছপালা কেটে বিক্রি করে দিয়েছেন।
সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শত বছর আগে ১৯২৫ সালে ওয়াকিফ মরহুম আবদুল আজিজ চৌধুরী ৪৬৩ দশমিক ৬২ একের সম্পত্তি লিল্লাহে ওয়াকফ করেন। এরমধ্যে রয়েছে ধানী জমি, পুকুর, খাড়ি, বসতবাড়ি, আমবাগান ও মেহগনি বাগান। ওয়াকফ প্রতিষ্ঠার পর থেকেই ক্রমানুসারে মোতাওয়াল্লী নিযুক্ত হচ্ছিল। তবে সর্বশেষ ২০১৫ সালে নিয়ম বহির্ভূতভাবে মোতাওয়াল্লী মোহা. সেকেন্দার রহমানকে ক্ষমতার দাপটে অপসারণ করে নিযুক্ত হন তৎকালীন বগুড়া জেলা ও দায়রা জজ গোলাম ফারুক। এরপর থেকেই ওয়াকফ এস্টেট নিয়ে শুরু হয় অস্থিরতা।
এতদিন কেউ ভয়ে মুখ না খুললেও গত জানুয়ারি মাসে নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পঞ্চগর জেলা ও দায়রা জজ গোলাম ফারুককে মন্ত্রনালয়ে প্রত্যাহার হওয়ার পর থেকে সুবিধাভোগীরা সোচ্চার হয়েছেন। এখন মোতায়াল্লী থেকে তার অপসারণ দাবি করা হয়েছে।
এস্টেটের ওয়ারিশরা জানান, গোলাম ফারুক নানান কৌশলে মুতাওয়াল্লি নিযুক্ত হন। সেই থেকে তিনি ওয়াক্ফ এস্টেটের সম্পদ তছরুপে মেতে ওঠেন। সুবিধাভোগীরা বলেন, গোলাম ফারুক মোতাওয়াল্লি নিযুক্ত হওয়ার পর তারা সব সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে মোতাওয়াল্লী গোলাম ফারুক এসব অভিযোগ অস্বিকার করেন। তিনি বলেন, এটি একটি পারিবারিক ওয়াকফ। এখানে সরকারি অর্থের কোনো যোগসুত্র নাই। বিবি সম্মতভাবে তিনি মোতাওয়াল্লি। তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করে চলেছেন। রশিদের মাধ্যমে ওয়ারিশদের প্রাপ্য প্রদান করা হয়। তিনি বলেন ওয়াকফের অনত একশ সুবিধাভোগী রয়েছেন। সবাই সুবিধা ভোগ করেন।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি পঞ্চগড় জেলা ও দায়রা জজ গোলাম ফারুকসহ চার বিচারকের নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ গড়ে তোলে। এমনকি আদলতে তালাও ঝুলিয়ে দেওয়া হয়।
আন্দোলনের প্রেক্ষিতে তাদের মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তারা আর কোনো বিচারিক কার্যক্রমে সম্পৃক্ত হবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়।#

সর্বশেষ সংবাদ

এলো মাহে রমজান, হিজরি ১৪৪৬
শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:১৩
চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার
শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:১৩
ইইউ’র কমিশনার লাহবিব ঢাকায়
শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675