• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১২ বছর আগের লজ্জাজনক স্মৃতি ফেরাল ইংল্যান্ড

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৪:০৪

১২ বছর আগের লজ্জাজনক স্মৃতি ফেরাল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক : একটা ম্যাচেও নেই জয়। ২০২২ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেয়া জশ বাটলার ২০২৫ সালে এসে বড্ড বিবর্ণ। অধিনায়ক হিসেবে নিজের সময়টা ভাল কাটছিল না তার। বাধ্য হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের আগেই বাটলার জানিয়ে দিলেন, আর হচ্ছে না অধিনায়কের পদে থাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই ছিল অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

আরও পড়ুনঃ  এবার ‘সেমি-আর্জেন্টিনা’র বিপক্ষে খেলতে নামছেন রাফিনিয়া

কিন্তু শেষ এই ম্যাচটাও জেতা হলো না। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। ১৭৯ রানেই হয়েছে অলআউট। এরপর প্রোটিয়ারা অনেকটা হেসেখেলেই নিশ্চিত করেছে জয়। কোনো ম্যাচ না জিতে, সবার নিচে থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল ইংল্যান্ড। সেইসঙ্গে ফেরালো ১২ বছর আগের লজ্জাজনক রেকর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমপক্ষে তিন ম্যাচ খেলেছে, কিন্তু কোন জয় নেই এমন দলের তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টে এর আগে কেবল ৩ দলকে এক আসরে ৩ ম্যাচের সবকটায় হেরে বিদায় নিতে হয়েছিল। ২০০৬ সালে ভারতের মাটিতে টুর্নামেন্টের বাছাইপর্বেই ৩ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। সেবারে ১ জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  এবার ‘সেমি-আর্জেন্টিনা’র বিপক্ষে খেলতে নামছেন রাফিনিয়া

২০০৯ সালের আসরে দক্ষিণ আফ্রিকার মাটিতে গ্রুপ পর্বের টানা ৩ ম্যাচেই হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আসরে পাকিস্তান টানা তিন ম্যাচেই হেরে যায়।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষা রেখে খেলাকে বেছে নিলেন এশিয়া কাপজয়ী তামিম

আর শেষমেশ ২০২৫ সালে ইংল্যান্ডের যাত্রা শেষ হলো গ্রুপপর্বের তিন ম্যাচে হেরে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড স্কোর গড়েও হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বোলিং লাইনআপের সামনে ইংল্যান্ডের হার ছিল ৮ রানে। আর সবশেষ আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারল ৭ উইকেটের ব্যবধানে।

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নিখোঁজ অনন্যা স্বামীকে নিয়ে ফিরে এলো বাড়িতে
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675