• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চাচা নিহত ভাতিজা আহত

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১২:০৬

ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চাচা নিহত ভাতিজা আহত

বিশেষ প্রতিনিধি : ভাতিজা রিয়াজুল ইতালি যাবে ক’দিন পরে। সেই সুবাদে চাচা ওয়াদুদ ফকির ইফতার পরে বাড়ি থেকে ভাতিজাকে নিয়ে ঘোরাঘুরি করতে বেড়িয়ে ছিল। কিন্তু নিয়তির বিধান। ভাতিজা বেচে গেলেও চাচা চলে গেলেন ভাতিজার সামনে।
রোববার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ারমাঠ বাবলাতলায় রাস্তার খানাখন্দে ছিটকে পড়ে রাত পৌনে আটটার দিকে ওয়াদুদ ফকির (২৩) মোটরসাইকেল চালক নিহত এবং আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী ভাতিজা রিয়াজুল ফকির । দুজনে সম্পর্কে চাচা ভাতিজা বলে নিশ্চিত করেন চাচাত ভাই মোতাহার শেখ। দুজনের গ্রামের বাড়ি রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহত মোটরসাইকেল আরোহীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরী ভাবে জেলা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিন রোজা রাখার পর ইফতার করে চাচা ভাতিজা মিলে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গায় ঘুরতে আসছিল। পথিমধ্যে দুর্ঘটনা এলাকায় পৌঁছালে মহাসড়কের রাস্তার দুইপাশের কাজের খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় চালক ওয়াদুদ ফকিরের উপর দিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাক তার উপর দিয়ে চলে গেলে লাশ কয়েকটি টুকরো হয়ে রাস্তার সাথে মিশে যায়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675