• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১:৩৪

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা (ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সভায় তিনি নাগরিক সেবা সুনিশ্চিতকরণে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্বপালনসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় গত ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ৩য় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, কর্পোরেশনের দাপ্তরিক প্রয়োজনে কম্পিউটার,ইলেক্ট্রিক্যাল সামগ্রী ক্রয় এবং ফুটপাত সংলগ্ন ড্রেনের ঢাকনা প্রতিস্থাপন, নগর ভবন সংস্কার, নগর ভবন গ্রীণ প্লাজা চত্বর ব্যবহার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য বকেয়া পরিশোধসহ সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতিসহ বিবিধ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  অনারম্বর আয়োজনে নগর ছাত্রশিবিরের ঈদ পূনর্মিলনী

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ওয়াসার ডিএমডি আল্লা হাফিজ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, সামাজিক বন বিভাগ সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মোঃ কবীর হোসেন, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) সাবিনা ইয়াসমিন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের আক্তার হামিদ খান, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সহকারী পরিচালক ডাঃ রোজী আরা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাহিন ফাইজা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাসে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে বিআরটিএর সতর্কতামূলক অভিযান

সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।#

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675