বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার (০২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নাজমুল হক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল-হক প্রমূখ।
পরিশেষে ৫০ জন নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়।#