• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আসুন আমরা সৎ কাজে উৎসাহ দেই এবং অসৎ কাজে নিরুৎসাহিত করি: তারেক রহমান

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৩:৫৭

আসুন আমরা সৎ কাজে উৎসাহ দেই এবং অসৎ কাজে নিরুৎসাহিত করি: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সৎ কাজে উৎসাহ দেওয়ার পাশপাশি অসৎ কাজকে নিরুৎসাহিত করার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আসুন আমরা একে অপরকে সৎ কাজে উৎসাহ দেই এবং অসৎ কাজে নিরুৎসাহিত করি।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘পবিত্র এই রমজান মাসে পবিত্র কোরআন আমাদের এই শিক্ষা দেয় যে, আমাদের আশপাশের আত্মীয়-স্বজন, বন্ধু – বান্ধব যারাই আছেন তাদের সৎ কাজে উৎসাহ দেয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। যে যার অবস্থান থেকে এটুকু করতে আমরা যদি সক্ষম হই, তাহলে আমরা ধীরে-ধীরে আমাদের প্রত্যাশিত সমাজ এবং দেশ গড়ে তুলতে সক্ষম হবো।’

তারেক রহমান রোববার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সৌজন্যে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ‘ভার্চুয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রতিবছরের মতো এবারও প্রথম রমজানে বিএনপি’র পক্ষ থেকে ওলামা মশায়েখ ও এতিমদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ফার্মগেইট ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার ৮০ জন এতিম মাদ্রাসা শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

তারেক রহমান বলেন, ‘রমজান আমাদের শেখায় কীভাবে সংযমী ও ধৈর্যশীল হতে হবে। কীভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আল্লাহর যা যা সৃষ্টি আছে, সব কিছুর পাশে আমাদেরকে দাঁড়ানোর শিক্ষা দেয়। আল্লাহর সৃষ্টিকে যত্ন নেওয়াও রমজানের শিক্ষারই অংশ।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আসুন রমজানের প্রথম দিনে আল্লাহর দরবারে হাত তুলে নিজেদের বাবা-মা, এখানে যে এতিম বন্ধুরা এসেছেন, যারা তাদের আপনজন হারিয়েছেন, তাদের জন্য হাত তুলে আমরা দোয়া করি। আল্লাহর দরবারে আমরা দোয়া চাই। আমাদের প্রথম এবং শেষ ঠিকানা, আমাদের এই মাতৃভূমির প্রতি আল্লাহ যেন রহমত দেন। আমাদের এই দেশের প্রতিটি মানুষ যেনো শান্তিতে থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে সবাই মিলে দোয়া চাই।’

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের কুমার নদ

সভাপতির বক্তৃতায় ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না। পবিত্র গ্রন্থে লেখা আছে, যারা সৌভাগ্যবান তারাই এই পবিত্র রমজান পায়। রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে- সদা সত্য কথা বলা, সত্যের পথে থাকা, নিরপক্ষে থাকা এবং মানুষের পক্ষে কাজ করতে পারা – এসবই পবিত্র রমজান আমাদের শিক্ষা দেয়।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশের ভিতরে এবং বাইরে থেকে ওলামাদের সাথে বিএনপি’র বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এই বিভেদ শুধু বিএনপির সঙ্গে নয়, এই বিভেদ সামাজিকভাবেও ফাটল সৃষ্টি করতে পারে। এই ফাটল সৃষ্টির মধ্য-দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করতে পারে। কারণ, এ দেশটাকে ধ্বংস করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এ ইফতার মাহফিলে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, অমলেন্দু অপু, জন গোমেজ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু, ইসলামি চিন্তাবিদ মওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন, মিরসরাই দরবার শরীফের সুফী আব্দুল মোমেন নাছেরী, জাতীয়তাবাদী ওলামাদলের আহ্বায়ক কাজী সেলিম রেজা, সদস্য সচিব এ্যাড: মওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675