স্টাফ রিপোর্টার : বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর আয়োজনে অদ্য সকাল ১০.০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে দায়রা জজ আদালত পর্যন্ত এক বর্ণ্যাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জনাব মোঃ রফিকুজ্জামান শাহ্ বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ সরোয়ার হোসেন খান, ওয়াইল্ডলাইফ সুপারভাইজার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মোঃ জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী পরিদর্শক, উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন জনাব মোঃ জুলফিকার হায়দার, আহ্বায়ক, সেভ দি ন্যাচার যুব সংগঠন রাজশাহী, জনাব মোঃ ইমরুল কায়েস, সভাপতি, সোয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক, ইয়্যাশ, জনাব হুমায়ুন কবীর, সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক গণধ্বনি প্রতিদিন, জনাব মোহনা, সভাপতি, দিনের আলোসহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান, সেভ দি ন্যাচার এন্ড লাইফ, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জনাব আফিয়া আখতার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ প্রকৃতি গড়ার জন্য বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বন বিভাগ, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ বন্যপ্রাণী সংরক্ষণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।