• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিয়ামতপুরে সুলভ মূল্যের খাদ্যসামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১১:১১

নিয়ামতপুরে সুলভ মূল্যের খাদ্যসামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস, ছোলা, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসমাগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা কাঁচা বাজার সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরেনারী হাসপাতালের উদ্যােগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন এলাকার ক্রেতারা। আয়োজক সূত্রে জানা গেছে, রমজান মাস ব্যাপী চলবে এ কার্যক্রম। এখানে প্রতি হালি ডিম ৩৮ টাকা, প্রতি কেজি দুধ ৬০ টাকা, চিনি ১১৪, বুট ৯২টাকা, মশুর ডাুল ৯৫টাকা, খেজুর ১৯০টাকা, সোয়াবিন ১৬৮টাকা, আটা ৪১টাকা, মুড়ি ৭৮টাকা, মাংস ৬৩০টাকা, ডিম ৩৮টাকা হালি করে বিক্রয় করা হচ্ছে। এসময় ক্রেতা নজরুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম, বুট, চিনি, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রয় করা হলে ভোক্তারা অর্থনৈতিক সাশ্রয়সহ ভেজালমুক্ত পণ্যসামগ্রী পাবে। রমজান মাসে প্রতিদিনই এই বিক্রয় কেন্দ্র পরিচালনা করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675