• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় বিদ্যুতের তার চুরি কেন্দ্র করে মুক্তি যোদ্ধার বাড়িতে হামলা ভাংচুর

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১২:৩২

ভাঙ্গায় বিদ্যুতের তার চুরি কেন্দ্র করে মুক্তি যোদ্ধার বাড়িতে হামলা ভাংচুর

বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকায় প্রকাশ্য বিদ্যুৎ খুটি থেকে সংযোগ তার চুরির ঘটনা কেন্দ্র করে একজন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িসহ তার পরিবারের তিনটি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। রোববার সকালে পৌর এলাকার আতাদী গ্রামের ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাধারণ জনগণের অভিযোগ চুরির ঘটনার সাথে মুক্তি যোদ্ধা পরিবারের মাদকাসক্ত পুত্র জড়িত থাকায় বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে মাদকাসক্ত আঁকড়া ভেঙে দিয়েছে।

সরজমিনে সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই এলাকার উন্নয়নের জন্য বেদ্যুতিক সংযোগ স্থানীয় বিদ্যুৎ অফিস সাময়িকভাবে বন্ধ রাখে। এসুযোগে খুটির সংযোগ তার চোর চক্রের দুই সক্রিয় সদস্য প্রকাশ্য গ্রামের রেললাইনের ধারের বিদ্যুতের খুটি থেকে চুরি করে কাটার সময় লোকজন দেখে ফেললে দুই চোর পালিয়ে যায়। এঘটনার সঙ্গে এলাকার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জড়িত এবং চোরদের সমম্বয়ে বাগান বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আখড়া গড়ে তোলার অভিযোগ থাকায় সাবেক কমিশনার মদা মাতুববর, মাসুদ মোল্লা ও আইয়ুব আলী মাতুব্বরের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আবুল হোসেন পরিবারের পৃথক তিনটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় অভিযোগ ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের।
মুক্তি যোদ্ধা আবুল হাসান জানান, ২০০৫ সালে তার বড় ভাই সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসনকে তুচ্ছ ঘটনায় যারা হত্যা করেছিল সেই আসামিরা তাদের পরিবারকে হয়রানি করতে গভীর ষড়যন্ত্র করে তার প্রবাসী ভাইর বাড়িসহ তিনটি বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালানো হয়।
আইয়ুব আলী মাতুব্বর জানান, মুক্তিযোদ্ধার ভাতিজা তাদের বাগান বাড়িতে চুরি ও মাদকাসক্তদের নিয়ে দীর্ঘদিন ধরে আড্ডা করে আসছিল। স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে সেখানে হামলা চালিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমুলক ভাবে তাদরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি দাবী করেন।
ভাঙ্গা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, শনিবার সকালে ভাঙ্গা উপজেলার বিদ্যুতের উন্নয়নে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রুবেল ও রিয়াজ শেখ বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করতে গেলে স্থানীয় জনগণ দেখে ফেলে। এঘটনায় চোরের বাড়িসহ তিনটি বাড়িতে হামলার ঘটনার খবর তারা জানতে পারেন। রুবেল ও রিয়াজের বিরুদ্ধে থানায় বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে এর আগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান।
ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিত মল্লিক বলেন, এঘটনায় পুলিশ কোন অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত কারনে উল্লেখ্য পৌরসভার আতাদি গ্রামের রেলরাস্তা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির থেকে প্রায় এক বছর আগে আন্ডারগ্রাউন্ড ক্যাবলসহ অন্যান্য বিদ্যুতিক সামগ্রী চুরি করে একটি চোর চক্র সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা। একই স্থান থেকে শনিবার দুপুরে বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে দুই চোর স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675