• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় কৃষকের ছয় বিঘা জমির সেচ অনিশ্চয়তার মুখে

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:৩১

বাগমারায় কৃষকের ছয় বিঘা জমির সেচ অনিশ্চয়তার মুখে

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ছোটকয় গ্রামের সুকুমার প্রামানিক নামের এক ব্যক্তির সেচ এলাকায় অতিরিক্ত সেচযন্ত্র বসিয়ে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রভবাশালীদের দখলে থাকায় ভুক্তভোগী ব্যক্তি নিজের ছয় বিঘা বোরো ক্ষেতে সেচ দিতে পারছেন না বলে জানা গেছে। বিকল্প ভাবে ক্ষেতে সেচ দেওয়ার চেষ্টা করলেও নানা জটিলতা তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর তদন্ত করলেও সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০০ সালে বড়বিহানালী ইউনিয়নের ছোটকয়া এলাকায় শ্যালো মেশিন বসিয়ে এর মাধ্যমে বোরো ক্ষেতে সেচ দিয়ে আসছিলেন সুকুমার প্রামানিক। এজন্য কৃষকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিতেন। তবে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ার কারণে গত ২০১৫ সালে উপজেলা সেচ কমিটির অনুমতি নিয়ে অগভীর নলকূপ স্থাপন করে বোরো ছাড়াও আমন এবং রবি মৌসুমে জমিতে টাকা ও ধানের বিনিময়ে সেচ দিয়ে আসছিলেন। উপজেলা সেচ কমিটির সুপারিশের ভিত্তিতে সেখানে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয় সেচ যন্ত্র চালানোর জন্য। স্থানীয় ভাবে প্রভাবশালী সুনিল বন্ধু চৌধুরী গত ২০২৩ সালে সুকুমার প্রামাণিকের সেচযন্ত্রের পাশে গভীর নলকূপ বসিয়ে জমিগুলো নিয়ন্ত্রণে নিয়ে তিনি সেচ দিয়ে আসছেন। এতে সুকুমার প্রামাণিকের পরিচালনা করা নলকূপটি প্রায় অকার্যকর হয়ে পড়েন। এনিয়ে তিনি রাজশাহী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সুরাহা চেয়ে লিখিত আবেদন করেন। দপ্তর গুলোর আলাদা তদন্ত কমিটিতে সুকুমার প্রামাণিকের অভিযোগের সত্যতা পায়। উপজেলা কৃষি কর্মকর্তা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ও পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপককে নিয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদন দেয়। তাঁরা প্রতিবেদন দেওয়ার কথা স্বীকার করেছেন। এদিকে চলতি মৌসুমে ভুক্তভোগী সুকুমার প্রামাণিক তাঁর নিজস্ব ছয় বিঘা বোরো ক্ষেতে সেচ দিতে পারছেন না। অভিযোগ করার কারণে সুনিল বন্ধু চৌধুরী ক্ষুব্ধ হয়ে সেচ নালা বন্ধ করে দেন। এর ফলে নিজের জমিতে পানি সেচ দিতে বিপাকে পড়েছেন। বিকল্প হিসেবে ৮০০ ফিট দুরের একটি পুকুর থেকে ফিতা পাইপের মাধ্যমে জমিতে পানি সেচ করছেন। তবে এভাবে সেচ দিয়ে আবাদ করা সম্ভব হবেনা বলে অনেকেই মনে করছেন। একারনে ওই ছয় বিঘা জমি হয়তো অনাবাদী হয়ে পড়বে। মঙ্গলবার (৪মার্চ) সরেজমিনে গিয়ে সুকুমার প্রামাণিকের জমিতে পুকুর থেকে ফিতা পাইপের মাধ্যমে সেচ দিতে দেখা যায়। সেচ দিয়ে জমি প্রস্তুত করে সেখানে বোরো চাষ করবেন বলে জানান। তবে শেষ পর্যন্ত সম্ভব হবে কী না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। এছাড়াও সুকুমার প্রামাণিকের অগভীর নলকুপের পাশে আরও দুইটি গভীর নলকূপ দেখা যায়। সেখান থেকে ওই এলাকার বোরো ক্ষেতে পানি সেচ দিতে দেখা যায়। মাঝখানে সুকুমার প্রামাণিকের ফাঁকা জমি চোখে পড়ে। এই বিষয়ে সুনিল বন্ধু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কৃষকদের সুবিধার জন্য তিনি গভীর নলকূপ বসিয়ে সেচ দিচ্ছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। তদন্ত কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, বরেন্দ্র দপ্তরের বাগমারার সহকারী প্রকৌশলী (অন্যত্র বদলি) শাহাদাত হোসেন ও নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বাগমারার আঞ্চলিক মহাব্যবস্থাপক মোস্তফা আমিনুর রাশেদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675