• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীর রাজপাড়া থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:৩৪

নগরীর রাজপাড়া থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি রাজন রবি দাস (২১) রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত মুক্তারের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ মার্চ বিকালে আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে রাজপাড়া থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় গাঁজা বিক্রির জন্য একজন অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার এসআই মো: সাকিবুল হাসান সাকিব ও তাঁর টিম গতকাল বিকাল ৫ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ আসামি রবি দাসকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।- খবর বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675